×

জাতীয়

দেশকে ইউরোপ বানাতে ৫ বছরের বেশি লাগবে না: ফরহাদ মাজহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১১:১৯ পিএম

দেশকে ইউরোপ বানাতে ৫ বছরের বেশি লাগবে না: ফরহাদ মাজহার

ফরহাদ মাজহার। ছবি: সংগৃহীত

   

বাংলাদেশকে ইউরোপের সমান উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে মাত্র ৫ বছরের বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক ফরহাদ মজহার। শনিবার (২৪ আগস্ট) সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘প্রজন্ম একাডেমি’র উদ্যোগে আয়োজিত একটি আলোচনাসভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘আওয়ামী দুর্বৃত্তায়ন ও লুটপাটে বিধ্বস্ত অর্থ ব্যবস্থা পুনরুদ্ধারে বর্তমান সরকারের করণীয়।’

ফরহাদ মজহার বলেন, ‘দেশের মানবসম্পদসহ সকল সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলেই বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়া সম্ভব। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে উচ্ছ্বাস এবং দেশপ্রেম রয়েছে, তা কাজে লাগানো হলে দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।’

তিনি আরো উল্লেখ করেন, ‘বিগত সময়ে তরুণদের উচ্ছ্বাস দমিয়ে রাখা হলেও এখন তা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এ প্রজন্ম যে কোনো জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারে, এবং তাদের এই শক্তি কাজে লাগালে বাংলাদেশ দ্রুতই সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রধান বক্তার বক্তব্যে বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক শক্তির উত্থান প্রয়োজন। তরুণ প্রজন্মের সাহসী ভূমিকা আমাদের রাষ্ট্রীয় পরিবর্তনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ পরিবর্তনকে ধরে রাখতে রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন।

আরো পড়ুন: শিক্ষার্থীদের ওপর গুলি চালান শামীম ওসমান ও তার বাহিনী, ভিডিও ভাইরাল

অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং এর উত্তরণের পথ নিয়ে আলোচনা করেন। তারা জানান, সঠিক নেতৃত্ব ও পরিকল্পনা থাকলে বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় স্থান দিতে বেশি সময় লাগবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App