যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠক শেষে যা বললেন অর্থ উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৪:৪২ পিএম

ছবি: সংগৃহীত
দেশের কৃষি, জ্বালানি ও জলবায়ুসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের আরো বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রবিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত অর্থনৈতিকভাবে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তাদের অনেক বড় বিনিয়োগ রয়েছে। কৃষি খাতসহ বিভিন্ন জায়গায় তারা বাংলাদেশকে সহায়তা করেছে। তবে আমরা আরো বেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেছি।
তিনি আরো উল্লেখ করেন, বেসরকারি খাতে বিশেষ করে বিজিএমইএ ও জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু শর্ত রয়েছে যা পূরণে তাগিদ দেয়া হয়েছে। এছাড়াও, টেকনিক্যাল খাতগুলোতে কীভাবে আরো কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
গণমাধ্যমকে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ঋণ নেই। তাদের দেয়া সাহায্যগুলো মূলত গ্র্যান্ড, ঋণ নয়। কৃষি খাতে তাদের সাহায্য দ্রুত আসবে বলে আমরা আশা করছি।
যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর নিষেধাজ্ঞা ও অন্যান্য পেন্ডিং ইস্যু নিয়ে আলোচনা না হলেও শ্রম আইন নিয়ে এসময় আলোচনা হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, শ্রম আইন দ্রুতই সমাধান হবে। সামনে বিশ্ব ব্যাংকের মিটিংয়ে এসব বিষয়ে আবারো আলোচনা হবে।
জিএসপি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, জিএসপির সব শর্ত আমরা পালন করতে পারছি না। শর্ত প্রতিপালন না হলে তাদের হাই লেভেলের কংগ্রেস এগুলোই করবে না। আমি এখন বক্তব্য দিয়ে দিলাম, দেখা গেল হলো না। তবে এসব কিছু এত কঠিন না আমাদের জন্য।
দেবপ্রিয় ভট্টাচার্য কেন এসেছিলেন– জানতে চাইলে তিনি বলেন, তিনি এসেছেন, অর্থনীতি নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে।
আরো পড়ুন: পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের
শ্বেতপত্র বিষয়ে কিছু বলেছেন কি না– এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, শ্বেতপত্র নিয়ে তারা যা করার করবে। সেখানে আমি কি করব।