×

জাতীয়

টুকু-পলক-জয়সহ ৬ জনের ১০ দিনের রিমান্ড আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৫:৫৯ পিএম

টুকু-পলক-জয়সহ ৬ জনের ১০ দিনের রিমান্ড আবেদন

ছবি: সংগৃহীত

   

আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ৬ জনের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক ডেপুটি স্পিকার শামছুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত রয়েছেন।

রবিবার (২৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস মিয়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে এ রিমান্ডের আবেদন করেন। রিমান্ড শুনানিতে আসামিদের উপস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। খালিদের বাবা কামরুল হাসান এ ঘটনার পরে ১৯ আগস্ট লালবাগ থানায় বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

উল্লেখ্য, ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং তাদের রিমান্ড মঞ্জুরের বিষয়ে আদালত শিগগিরই সিদ্ধান্ত নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App