পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৬:২৮ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের ৮ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২ জন সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশ দেয়া হয়।
বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপাররা হলেন– সাতক্ষীরার মো. আতিকুল ইসলামকে এসবিতে, লালমনিরহাট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. খালেদ ইবনে মালেককে ডিএমপিতে, মানিকগঞ্জ সদর সার্কেলের মুহাম্মদ কামরুল হাসানকে পুলিশ সদর দপ্তরে, এসবির মো. মতিউর রহমানকে পুলিশ সদর দপ্তরে, এপিবিএনের শামসুন্নাহারকে পুলিশ সদর দপ্তরে, ঝিনাইদহ সদর সার্কেলের মীর আবিদুর রহমানকে র্যাবে, চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সার্কেলের মো. রাকিবুল ইসলামকে ডিএমপিতে এবং রাজশাহী সদর সার্কেলের কে এইচ এম এরশাদকে ডিএমপিতে।
বাকি ২ সহকারী পুলিশ সুপার হলেন– খাগড়াছড়ির ৬ এপিবিএনের মো. ফয়েজ ইকবালকে ডিএমপিতে এবং টাঙ্গাইল মির্জাপুর সার্কেলের এস এম মনসুর মূসাকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
আরো পড়ুন: টুকু-পলক-জয়সহ ৬ জনের ১০ দিনের রিমান্ড আবেদন
উল্লেখ্য, চলতি মাসের ৫ অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেব দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবীদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এর পরপরই পুলিশসহ প্রশাসনের বিভিন্ন স্তরে রদবদল শুরু হয়।