আনসারদের আন্দোলন
সচিবালয়ে অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৬:৪০ পিএম

ছবি: সংগৃহীত
চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের আন্দোলনের ফলে রবিবার (২৫ আগস্ট) সচিবালয়ে আটকা পড়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকে সচিবালয়ের সব গেটে অবস্থান নেয়া আনসার সদস্যদের কারণে তারা দীর্ঘক্ষণ বাইরে বের হতে পারেননি।
আনসার সদস্যরা দাবি করছেন, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন এবং চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। এ কারণে তারা সচিবালয়ে কাউকে প্রবেশ বা বের হতে দিচ্ছেন না।
অফিস ছুটির পর বিকেলে সচিবালয়ের গেটের সামনে এসে বের হওয়ার চেষ্টা করেন কর্মচারীরা, কিন্তু বেশিরভাগই ভেতরে আটকা পড়েছেন। পরে বিকেল ৫টা ১০ মিনিটে ৫ নম্বর গেট দিয়ে কিছু কর্মকর্তা-কর্মচারী বের হতে সক্ষম হন।
এক নারী কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাসায় ছোট বাচ্চা আছে। আমাদের এভাবে আটকে রেখে তাদের কী লাভ? আমাদের জীবনের নিরাপত্তা নেই।
সকালে সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন আনসার সদস্যরা। এক পর্যায়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে সচিবালয়ের ৩ নম্বর গেটে ঢুকে পড়েন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর আশ্বাসে আন্দোলন কিছুক্ষণের জন্য স্থগিত হলেও পরে আবারো তা শুরু হয়।
আরো পড়ুন: সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে মামলা
আনসার সদস্যরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আরো পড়ুন: শেখ হাসিনা, জেনারেল আজিজসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা