×

জাতীয়

ছাত্র–জনতার স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারাবদ্ধ: ড. ইউনূস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৮:০৮ পিএম

ছাত্র–জনতার স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারাবদ্ধ: ড. ইউনূস

ছবি: সংগৃহীত

   

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র–জনতা স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল, সেটা পূরণে আমরা অঙ্গীকারাবদ্ধ। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই কথা বলেন তিনি। 

ড. ইউনূস বলেন, ফ্যাসিবাদের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রীর পিওনও ৪০০ কোটি টাকার মালিক হয়েছে। কত দুর্নীতি হয়েছে তা আপনারা বোঝেন। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের স্বার্থ হাসিলের পথ তৈরি করেছে স্বৈরাচার।

আর্থিক খাত ও শেয়ারবাজারে লুটপাটের কথা উল্লেখ করেন তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে। গণরোষের মুখে ফ্যাসিবাদী সরকার দেশ ত্যাগ করেছে। এখন আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। 

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য একটাই-উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। যেখানে দেশের প্রতিটি মানুষ হবে একটি পরিবারের সদস্য। এখানে জাত, ধর্ম, বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। 

ড. ইউনূস বলেন, মাত্র ২ সপ্তাহ হলো বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। কর্ম যাত্রার প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কাজে আপনাদের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছি। সেজন্য আন্তরিক ধন্যবাদ। আমরা অনুধাবন করছি, আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক। এ প্রত্যাশা পূরণে সবাই বদ্ধপরিকর। 

তিনি বলেন, দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গেছে। যেটা গ্রহণে আমরা প্রস্তুত। আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। শুধু আমি বলবো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই একধরনের বিচার করে ফেলার প্রবণতা থেকে বের হতে হবে। অন্যথায় ছাত্র–জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাও ব্যাহত হবে।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App