×

জাতীয়

বিজিবির উদ্যোগে ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় ত্রাণসামগ্রী বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৬:৩৪ পিএম

বিজিবির উদ্যোগে ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় ত্রাণসামগ্রী বিতরণ

ছবি: ভোরের কাগজ

   

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে বন্যাদুর্গত ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় ১ হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করেছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সোমবার (২৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক হেলিকপ্টারে বন্যাকবলিত ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে পৌঁছান। তারা সেখানে বন্যাদুর্গত অসহায় ২৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, এরপর তারা নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে গিয়ে বন্যাদুর্গত অসহায় ২৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। দুপুর ১টায় বিজিবির সরাইল রিজিয়ন ও কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে বুড়িচং সোনার বাংলা কলেজে বন্যাদুর্গত অসহায় ৫০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।  

আরো পড়ুন: এবার ফারাক্কার ১০৯ গেট খুলে দিলো ভারত

স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক ঢাকার বিজিবি হাসপাতালের মাধ্যমে পরিচালিত বিশেষ মেডিকেল ক্যাম্পেইন কেন্দ্র পরিদর্শন করেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়ার কার্যক্রম চলছে। 

মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বুড়িচং এলাকায় ২০০ জন পুরুষ, ২০০ জন মহিলা এবং ১২০ জন শিশুসহ মোট ৫২০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বিজিবি। 

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আরো উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিজিবি সদর দপ্তর, সরাইল রিজিয়ন, কুমিল্লা সেক্টর ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App