×

জাতীয়

মেজর হাফিজ

গণতান্ত্রিক পদ্ধতি ফেরাতে দ্রুত সংলাপের তাগিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গণতান্ত্রিক পদ্ধতি ফেরাতে দ্রুত সংলাপের তাগিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

   

দেশকে আবার গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরাতে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে আমাদের অনুরোধ, এ দেশের জনগণের স্টেকহোল্ডার হলো রাজনৈতিক দলগুলো। যদি গণতন্ত্র চান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন।

গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রয়াত আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের স্মরণে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচনা সভার পর প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দেশে গণতান্ত্রিক পদ্ধতি ফেরাতে দ্রুত আলোচনা শুরুর তাগিদ দিয়ে হাফিজ উদ্দিন বলেন, সংসদে অতীতে প্রতিনিধিত্ব ছিল, এ ধরনের রাজনৈতিক দলের সঙ্গে দ্রুত আলাপ শুরু করুন। কীভাবে গণতন্ত্রে উত্তরণ করা যায়, তাদের কাছ থেকে সুপারিশ নিন। দেশে গণতন্ত্রকে ‘প্রতিষ্ঠিত করতে’ অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের ‘রোডম্যাপ’ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, একটি যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের দায়িত্বভার নেয়ার সুযোগ করে দেন। রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আপত্তি থাকার কথা নয়।

এ সময় ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে ‘পতিত স্বৈরাচারের প্রতিবিপ্লব’ রুখতে প্রধান উপদেষ্টাকে ‘কঠোর’ হওয়ার আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, আমরা চাই বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে। বিপ্লবের মর্মকথা উপলব্ধি করে প্রতিবিপ্লবকে নস্যাৎ করার জন্য যা কিছু করা প্রয়োজন তাই করুন। এখনো রাষ্ট্র সমাজের শরীরে শেখ হাসিনার বংশধররাই বসে আছে। ছাত্র-জনতার বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব রুখতে সবাইকে সর্তক থাকতে হবে। তিনি সম্প্রতি আনসার বাহিনী সচিবালয়ের দেয়াল টপকে উপদেষ্টা এবং সরকারি কর্মকর্তাদের ঘেরাও করার কঠোর সমালোচনা করে বলেন, তবে কি বিপ্লব অসম্পূর্ণ? অসম্পূর্ণ হলে প্রতিবিপ্লবের চেষ্টাকে ব্যর্থ করে দেব।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে শেখ হাসিনার সরকারের আমলে গঠন করা নির্বাচন কমিশনের বিলুপ্তি চেয়ে হাফিজ বলেন, এরা জনগণের নির্বাচন কমিশন নয়। এ নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে, একদিন আগে করেছে। নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশন ঘুমায়। যে দেশে নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার ঘুমায়, তাহলে এ দেশে কীভাবে গণতন্ত্র আসবে? হাফিজ বলেন, আমরা গণতন্ত্র চাই। আমরা প্রতিবেশী দেশের শাসন চাই না, আমরা অন্য কোনো শক্তিরও শাসন চাই না। আমরা জনগণের শাসন চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App