×

জাতীয়

বিআরটিএ কার্যালয়ের সামনে সিএনজি চালকদের বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৪:০০ পিএম

বিআরটিএ কার্যালয়ের সামনে সিএনজি চালকদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

   

ঢাকা শহরে ক্রমবর্ধমান দাবি-দাওয়া আদায়ের আন্দোলনের ধারাবাহিকতায় এবার বিআরটিএর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করলেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীতে বিআরটিএ কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন।

সিএনজি চালকদের এ কর্মসূচির আয়োজন করে ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়ন। ১০ দফা দাবির মধ্যে প্রধান দাবি ছিল দৈনিক জমা ৫০০ টাকা নির্ধারণ। বর্তমানে সিএনজি অটোরিকশার মালিকরা প্রতিদিন ১,৭০০ টাকা জমা নিচ্ছেন, যা অনেক চালকের জন্যই চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। চালকরা জানান, মালিকরা নির্ধারিত ভাড়ার বাইরে আরও বেশি অর্থ আদায়ের চেষ্টা করছেন, যা তাদের জীবনযাত্রা আরও কঠিন করে তুলেছে।

বিক্ষোভে অংশ নেয়া চালকরা বলেন, ২০১৫ সাল থেকে মালিক সমিতি চালকদের ওপর নির্যাতন চালাচ্ছে। ঢাকা ও চট্টগ্রামে প্রায় ৯ হাজার সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে বিতরণ করা হলে, তারা মালিক সমিতির নির্যাতন থেকে মুক্তি পেতে পারে। 

চালকরা আরো বলেন, সরকার নির্ধারিত ৭০০ টাকার পরিবর্তে মালিকরা এক শিফটে ৯০০ থেকে ১,১৫০ টাকা পর্যন্ত জমা আদায় করছেন। দুই শিফটে তা বেড়ে ১,৭০০ থেকে ১,৮০০ টাকায় পৌঁছায়।

চালক শাহাবুদ্দিন বলেন, রাজধানীতে অনুমোদিত সিএনজি অটোরিকশার সংখ্যা ১২,৫০০ হলেও, বাস্তবে প্রায় ৩০,০০০ সিএনজি অটোরিকশা চলাচল করছে। অবৈধ সিএনজি চলার ফলে মালিকরা অবৈধভাবে ভাড়া আদায় করছেন, যা চালকদের মিটারে চলতে বাধা সৃষ্টি করছে।

আরো পড়ুন: ১১ জেলায় বন্যায় মৃত্যু বেড়ে ৩১

দুপুর আড়াইটার দিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, নিরাপত্তার জন্য বিক্ষোভস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিল, তবে এখন চালকরা সড়ক ছেড়ে চলে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App