×

জাতীয়

ভাইরাল ভিডিওর পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতার ছেলে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৮:৪৬ পিএম

ভাইরাল ভিডিওর পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতার ছেলে

ছবি: সংগৃহীত

   

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পুলিশের গুলিতে নিহত আন্দোলনকারীদের লাশ একটি ভ্যানে স্তূপ করে তুলছে পুলিশ সদস্যরা। ভিডিওটি সাভারের আশুলিয়া থানার সামনে ধারণ করা হয়েছে এবং এতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেনের নেতৃত্বে এই অমানবিক কার্যক্রমের সংঘটিত হতে দেখা যায়।

আরাফাত হোসেন: পরিচয় ও পরিবার

ভিডিওতে লাশ তোলার সময় আরাফাত হোসেনের উপস্থিতি দেখা যায়। তিনি বরিশালের অধিবাসী এবং প্রায় ২ বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগদান করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে শিক্ষা সম্পন্ন করেছেন। তার বাবা মো. আরিফ হোসেন বদরটুনী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

ভিডিওর বিবরণ ও প্রেক্ষাপট

ভাইরাল ভিডিওতে ১ মিনিট ১৪ সেকেন্ডের মধ্যে একটি ভ্যানে পুলিশ সদস্যদের লাশ তুলতে দেখা যায়। পুলিশের ২ সদস্য লাশের হাত ও পা ধরে ভ্যানে তুলছেন। এরপর লাশগুলো কাপড় দিয়ে ঢেকে দেয়া হয় এবং সর্বশেষ একটি ব্যানার দিয়ে লাশটি আড়াল করা হয়। ভিডিওর ১ মিনিট ৬ সেকেন্ডে একটি পোস্টার দেখা যায়, যা স্থানীয় ধামসোনা ইউনিয়ন সভাপতি প্রার্থী আবুল হোসেনের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে গুলি ছুড়লে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এসময় পুলিশ লাশগুলো থানার সামনে এনে একটি ভ্যানে রেখেছিল এবং পরে সেগুলো পুড়িয়ে দেয়া হয়।

আরাফাতের আত্মগোপন ও পুলিশ প্রশাসনের প্রতিক্রিয়া

ভিডিও ভাইরাল হওয়ার পর আরাফাত হোসেন গা-ঢাকা দিয়েছেন এবং তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব সংবাদমাধ্যমকে জানান, আরাফাত এখনো অফিসে আসেনি এবং আমরা সেদিন ছাত্র-জনতার দিকে লক্ষ্য করে গুলি ছুড়িনি।

মোট প্রাণহানি ও প্রতিবাদ

গত ৫ আগস্টের ঘটনা এবং ভিডিওর বিষয়বস্তু বাংলাদেশে ছাত্র আন্দোলনকে নতুন করে উসকে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সাভার ও আশুলিয়ায় গত ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পুলিশের গুলিতে ৭৫ জন নিহত হয়েছেন এবং ৪ শতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনা সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলতে পারে।

আরো পড়ুন: জনগণের হাতে সরকার গঠনের দায়িত্ব

রাজনৈতিক দল বিএনপি ও বিভিন্ন মানবাধিকার সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়ে পুলিশ বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App