পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম

মাসুদ বিন মোমেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সরকারের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় দেয়া হয়।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর মাসুদ বিন মোমেন বাংলাদেশের ২৬তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন। তার চাকরির বয়সসীমা অনুযায়ী ২০২২ সালের ডিসেম্বরে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। তবে সরকার ২০২২ সালের নভেম্বরে তার চুক্তিভিত্তিক নিয়োগ আরো ২ বছরের জন্য নবায়ন করে। সে অনুযায়ী, মোমেনের চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রক্রিয়া চলছে এবং আজ রাতের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। সূত্র মতে, নীতিনির্ধারকদের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই তাকে বিদায় দেয়া হয়।
আরো পড়ুন: কাকে মাস্টারমাইান্ড বললেন আজহারী?
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে মাসুদ বিন মোমেনকে তার দায়িত্ব পালনকালে গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য ধন্যবাদ জানানো হয়।