×

জাতীয়

পদত্যাগ করছেন সদলবলে সিইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম

পদত্যাগ করছেন সদলবলে সিইসি

ছবি: সংগৃহীত

   

অবশেষে পদত্যাগ করতে চলেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার কমিশনার। আর এ বিষয়ে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে পদত্যাগের সিদ্ধান্ত জানাবেন পূর্ণ কমিশন। আর এর পরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পদত্যাগ পত্র তুলে দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন কমিশন। ধারণা করা হচ্ছে, আগামীকালই পদত্যাগ করবে আউয়াল কমিশন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের রুমে নির্বাচন কমিশনাররা ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।

পদত্যাগ কবে করবেন? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানাবো। যা বলার কালকে (বৃহস্পতিবার) ১২টার দিকে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কালকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবো’। তার আগেই আপনারা জানতে পারবেন।

আরো পড়ুন: শ্রমিক বিক্ষোভের মুখে ৭০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনারের পদত্যাগ এখন সময়ের ব্যাপার। পদত্যাগের জন্য সব ধরনের প্রস্তুতিও নিচ্ছেন তারা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারে পদত্যাগের পরে বেশ কিছু দিন ধরেই পদত্যাগের গুঞ্জন চলছিল কমিশনে। এদিকে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার ইসি সংস্কারের কথা বার বার বলে চলেছে, বিএনপি  আওয়ামী লীগের মদদপুষ্ট বলেও মন্তব্য করেছে বারবার । এ ইসির অধীনে তারা নির্বাচনেও যায়নি।। 

এদিকে ইতোমধ্যে পদত্যাগ করেছেন রাষ্ট্রের তৃতীয় ব্যক্তি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রাষ্ট্রের অধিকাংশ প্রতিষ্ঠানের প্রধান পদে ঘটেছে রদবদল, পদত্যাগ করেছেন প্রধান বিচারক। এমনতর অবস্থায় নির্বাচন কমিশনের পদত্যাগ ছিল সময়ের ব্যাপার। কাল সদলবলে সেই চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই যাচ্ছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল কমিশন। এর আগে সিইসি অন্তবর্তীকালীন সরকারের দিতে আঙুল তুলে বলেছিলেন সাংবিধানিকভাবে সব কিছু হচ্ছে না। তিনি সংবিধান স্থগিতের কথাও বলেন। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। 

এদিকে ইসির একাধিক কর্মকর্তারা জানিয়েছেন, অনেক দিন ধরেই পদত্যাগের বিষয়ে পূর্ণ কমিশন প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করতে পারেন বা রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হয়েও পদত্যাগ করতে পারেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন জানিয়েছে, পদত্যাগের আগে সংবাদ সম্মেলন করতে চান সিইসি। এজন্য লিখিত একটি বক্তব্যের খসড়া নিজেই তৈরি করেছেন। তবে তিনি কখন কিভাবে পদত্যাগ করবেন এ প্রশ্নের জবাবে সিইসি বলেছেন- নো কমেন্টস ।

এদিকে ইসির এক যুগ্ম সচিব জানিয়েছেন, সিইসি সংবাদ সম্মেলন করতে চাইলেও   সংবাদ সম্মেলনের পক্ষে নন অন্য চার নির্বাচন কমিশনার। তারা সিইসিকে জানিয়েছেন, সংবাদ সম্মেলনে তারা অংশ নেবেন না। সংবাদ সম্মেলনে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে চান না। সাংবাদিকদের নানা ধরনের বিব্রতকর প্রশ্নের সম্মুখীন তারা হতে চন না। তারা পদত্যাগ পত্রে স্বাক্ষর করে ইসি ভবন ত্যাগ করতে চান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App