অনিয়মের মাধ্যমে সুবিধা নেয়া সহকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম

ছবি: সংগৃহীত
সাবেক সরকারের সময় বিভিন্ন অনিয়মের মাধ্যমে সুবিধা নেয়া সহকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিপীড়িত ও বৈষম্যর শিকার কর্মকর্তা-কর্মচারীরা। এ নিয়ে সম্প্রতি স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বরাবর অভিযোগপত্র দিয়েছে তারা।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিপীড়িত ও বৈষম্যর শিকার কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে দেয়া অভিযোগপত্রে প্রতিষ্ঠানটির পরিচালক (এমআইএস) মো. তসলিম উদ্দিন খান এবং সাবেক পরিচালক (এমআইএস) মো. শাহাদাত হোসাইনের রেজিস্টার কেলেংকারী, টেন্ডার বাণিজ্য এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করা হয়। তাতে বলা হয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমআইএস) মো. তসলিম উদ্দিন খান এবং সাবেক পরিচালক (এমআইএস) মো. শাহাদাত হোসাইন দূর্নীতির মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিষ্ঠানকে ইন্টারগ্রাফিক লিমিটেডকে কাজ দিয়েছে। শুধু কাজই দেয়নি কার্যাদেশ অনুযায়ী মালামাল না বুঝে পেয়েও কোটি টাকার বিল পরিশোধ করে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে।
আরো পড়ুন: বিদায়ী ভাষণে যা বললেন সিইসি কাজী হাবিবুল আউয়াল
রেজিস্টার কেলেংকারী নিয়ে সে সময় অনেকেই এই দুই কর্মকর্তার ভয়ে মুখ খুলেনি। কারণ আওয়ামী সরকারের সময় এই দুই কর্মকর্তা অত্যন্ত প্রভাবশালী ছিলেন।
রেজিস্টার কেলেংকারীর বিষয়ে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। যা তাদের রাজনৈতিক প্রভাবে অদ্যাবধি আলোর মুখ দেখেনি।
অভিযোগে আরো বলা হয়, এই দুজনের কর্মকাণ্ড তদন্তের আওতায় এনে ব্যাংক হিসাব জব্দ করলেই কোটি টাকার লেনদেনের চিত্র ফুটে উঠবে। এরই পরিপ্রেক্ষিতে অভিযোগগুলোর বিষয়ে বিধিমোতাবেক ব্যবস্থা নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।