×

জাতীয়

শহীদদের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না: ড. ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম

শহীদদের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস

   

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করে বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করব না। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গণ-অভ্যুত্থানের এক মাস পূর্তিতে এক বার্তায় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘মাত্র এক মাস হলো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তা সত্ত্বেও আমরা বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছি। আমাদের প্রথম কাজ জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা। গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার জন্য আমরা জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে আমন্ত্রণ জানিয়েছি। তারা এ দেশে এসেছেন এবং তাদের কাজ শুরু করে দিয়েছেন।’

গণহত্যায় অভিযুক্তদের বিচারের জন্য আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরির প্রয়াস নেয়া হয়েছে জানিয়ে ড. ইউনূস বলেন, ‘জুলাই ও আগস্ট মাসে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরির প্রয়াসে শীর্ষ আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি।’

খুনিদের প্রত্যর্পণের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা খুনিদের প্রত্যর্পণ এবং স্বৈরাচারের সময় দুর্নীতিবাজ, রাজনীতিবিদ ও আমলারা যে পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে, তা দেশে ফিরিয়ে আনতে চাই। এ জন্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ শুরু করেছি।’

আরো পড়ুন: শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান ড. ইউনূসের

ছাত্র আন্দোলনে শহীদদের তালিকা করা হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছি। মূল তালিকা হয়ে গেছে। এখন শুধু দূরদূরান্তে যাদের লাশ নিয়ে যাওয়া হয়েছে, তাদের তথ্য সংগ্রহ করে তথ্যগুলোতে পূর্ণাঙ্গতা দেয়া হচ্ছে।’

শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে শিগগিরই দেখা করবেন জানিয়ে তিনি আরো বলেন, ‘সব শহীদ পরিবারের সদস্যদের রাজধানীতে আমন্ত্রণ জানাব, কয়েক দিনের মধ্যেই তাদের সঙ্গে দেখা করব। আমি তাদের আশ্বস্ত করতে চাই- আমরা কখনোই শহীদদের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না।’

শহীদদের রক্ত এবং আহত ভাইবোনদের আত্মত্যাগকে কিছুতেই ব্যর্থ না হতে দেয়ার প্রতিজ্ঞা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘যে সুযোগ ছাত্ররা আমাদের জন্য তৈরি করে দিয়েছে, সে সুযোগ আমরা কখনও হাতছাড়া হতে দেব না।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App