×

জাতীয়

জলবায়ু নীতি সংস্কারের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম

জলবায়ু নীতি সংস্কারের দাবি

জলবায়ু ন্যায্যতা জোট-বাংলাদেশের সংবাদ সম্মেলন। ছবি: ভোরের কাগজ

   

অগণতান্ত্রিকভাবে প্রণীত 'মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা' বাতিলের দাবি জানিয়েছে ‘জলবায়ু ন্যায্যতা জোট-বাংলাদেশ’। শনিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক নাগরিক সংবাদ সম্মেলনে এই দাবি উপস্থাপন করা হয়। এছাড়া, জাতীয় অভিযোজন পরিকল্পনার স্থানীয়করণ, স্থানভিত্তিক জলবায়ু ঝুঁকি নিরূপণের মাধ্যমে অভিযোজন পরিকল্পনা প্রণয়ন এবং স্বচ্ছ প্রক্রিয়ায় এনডিসি-৩ (জাতীয় নির্ধারিত অবদান) তৈরি করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি)-এর প্রধান নির্বাহী মো. শামছুদ্দোহা। তিনি উল্লেখ করেন, ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা একটি অগণতান্ত্রিক দলীয় পরিকল্পনা, যা দেশের বাস্তবতা ও সমৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং পুরোপুরি বিদেশি ঋণনির্ভর।’ 

এছাড়া তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতীয় তহবিল ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড’ (বিসিসিটিএফ)-এর আইনি কাঠামো এবং এর পরিচালনা পদ্ধতিতে আমূল সংস্কারের দাবি জানান।

ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট অ্যাক্টের সংস্কার দাবি

শামছুদ্দোহা অভিযোগ করেন যে, বিসিসিটিএফ পরিচালনায় ১৭ সদস্যবিশিষ্ট ট্রাস্টি বোর্ডে ১৪ জন মন্ত্রী এবং ২ জন নাগরিক সমাজের প্রতিনিধি রয়েছেন, যারা প্রকৃতপক্ষে দলীয় সরকারের নিয়ন্ত্রণে। ফলে জলবায়ু তহবিলের অর্থায়নে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ বাড়ছে। তিনি ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট অ্যাক্টের পূর্ণাঙ্গ সংস্কার দাবি করে বলেন, ‘ফান্ডের অর্থ বরাদ্দে দুর্নীতি বন্ধে আইনি কাঠামো ও বোর্ডের গঠন আমূল পরিবর্তন করতে হবে।’

অভিযোজন পরিকল্পনায় স্থানভিত্তিক ঝুঁকি নিরূপণের দাবি

জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে ভৌগোলিক বৈচিত্র্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকির ভিন্নতা বিবেচনায় নেওয়া হয়নি বলে উল্লেখ করেন শামছুদ্দোহা। তিনি বলেন, ‘এ ধরনের পরিকল্পনায় প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ অভিযোজন চাহিদা অন্তর্ভুক্ত করা হয়নি। এজন্য স্থানভিত্তিক ঝুঁকি নিরূপণ করে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন করতে হবে।’

দুর্নীতি ও সুশাসনের ঘাটতির অভিযোগ

পরিবেশ বিজ্ঞানী ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, ‘দুর্নীতি ও গতানুগতিক প্রকল্প বাস্তবায়ন করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা সম্ভব নয়। আমাদের প্রণীত নীতি ও পরিকল্পনায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং পরিকল্পনাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অভিজাত পরামর্শকদের তত্ত্বগত ধারণার ওপর নির্ভরশীল।’

উপ-নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন ফারুক উল্লেখ করেন, জলবায়ু প্রকল্প বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাব এবং দুর্নীতি মোকাবিলায় সুশাসন প্রতিষ্ঠার ঘাটতি রয়েছে। তিনি ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য অর্থায়নের ন্যায্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরো পড়ুন: আমরা কোন বিতর্কিত কাজ করব না

এই সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন তামান্না রহমান, আহসানুল ওয়াহেদ, এবং ফারহান হোসেন জয়। বক্তারা জলবায়ু নীতি ও পরিকল্পনায় নাগরিক সমাজের অংশগ্রহণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App