×

জাতীয়

গণভবন জাদুঘরে যা যা থাকবে, জানালেন তথ্য উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম

গণভবন জাদুঘরে যা যা থাকবে, জানালেন তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

   

গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুত সময়ের মধ্যে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হবে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গণভবন পরিদর্শনকালে তিনি এ কথা জানান। নাহিদ ইসলাম বলেন, বিগত ১৬ বছরের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের ঘটনাগুলোকে এই জাদুঘরে তুলে ধরা হবে।

তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। গণভবনকে জাদুঘরে রূপান্তর করার মাধ্যমে জনগণের বিজয়কে স্মরণ করে রাখতে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

উপদেষ্টা উল্লেখ করেন, ভবিষ্যতে যেকোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারী শাসক কী পরিণতি ভোগ করে, তার একটি নিদর্শন হিসেবে গণভবনকে রেখে দেয়া হবে। এতে জনগণ‌ই যে রাষ্ট্রক্ষমতার আসল মালিক, সেটিকে গুরুত্ব দিয়ে সরকার এই পদক্ষেপ নিয়েছে।

জাদুঘরে গত ১৬ বছরের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিনের ঘটনাগুলোর পূর্ণাঙ্গ উপস্থাপনা থাকবে। শহীদদের তালিকা ও স্মৃতি, পাশাপাশি ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে পুরো ইতিহাস তুলে ধরা হবে।

দেশি-বিদেশি জাদুঘর বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে। সরকার একটি কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছে, যা দ্রুত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করবে।

আরো পড়ুন: জলবায়ু নীতি সংস্কারের দাবি

এ সময় উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App