বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী হত্যা, পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম

পুলিশ কনস্টেবল মো. আকরাম হোসেন। ছবি: সংগৃহীত
গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয় (২০) গুলি করে হত্যা করার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জের পারাইল এলাকা থেকে পুলিশ কনস্টেবল মো. আকরাম হোসেনকে (২২) গ্রেফতার করা হয়। আকরাম গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন।
নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমগর গ্রামের লাল মিয়ার ছেলে এবং তিনি হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি হৃদয় কোনাবাড়ী এলাকায় অটোরিকশা চালাতেন।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট হৃদয় সরকারি বিরোধী বিভিন্ন স্লোগান দিতে গিয়ে পুলিশের উপস্থিতি দেখে রাস্তার পাশে অবস্থান নেন। এই সময় শিল্প পুলিশের কয়েকজন সদস্য হৃদয়কে ধরে নিয়ে চড়-থাপ্পড় মারেন। এরপর কনস্টেবল আকরাম তার পেছন থেকে গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় হৃদয়ের।
নিহতের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে পুলিশ আকরামকে গ্রেফতারে অভিযান চালায় এবং তাকে শুক্রবার রাতে আটক করে।
আরো পড়ুন: আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভারতে গ্রেপ্তার
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা জানিয়েছেন, আকরামকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।