আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীন গেলেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৪ পিএম

হাসান তারিক চৌধুরী
দুটি পৃথক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রবিবার (৮ সেপ্টেম্বর) চীনের বেজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, বিশ্ব শান্তি পরিষদের নেতা, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী।
চীনের শান্তি ও নিরস্ত্রীকরণ বিষয়ক সংস্থা এবং চীনা সরকারের সমাজ বিজ্ঞান অ্যাকাডেমি আয়োজিত দুটি পৃথক আন্তর্জাতিক সম্মেলনে তিনি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি ও চীনা দৃষ্টিভঙ্গি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে বেজিং এ শুরু হওয়া এই কর্মসূচিতে নানা বিষয়ে সেমিনার, কর্মশালা এবং প্রদর্শনী অন্তর্ভুক্ত থাকবে। এতে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের চিন্তাবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা যোগ দেবেন।
অ্যাডভোকেট হাসান তারিক তার এই সফরকালে বেজিং এ চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সভায় যোগ দেবেন। এ সভায় বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন ভাবনা এবং এশিয়া অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ে আলোচনা হবে।