শিল্প উপদেষ্টা
সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম

ছবি: সংগৃহীত
শিল্প উপদেষ্টা বলেছেন, সীতাকুন্ডে জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তা ও তাদের পরিবারকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে।
রবিবার (৮ সেপ্টেম্বর) শিল্প উপদেষ্টা ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চট্টগ্রামের সীতাকুন্ডে জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহত ব্যক্তিগণকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসায় সহায়তার জন্য শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করণীয় তা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
আরো পড়ুন: ‘আওয়ামী লীগ সরকারের নিপীড়ন সবার সামনে তুলে ধরতে হবে’
উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এসএন করপোরেশন নামের জাহাজভাঙা ইয়ার্ডের কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় বিস্ফোরণে ১২ জন শ্রমিক গুরুতর আহত হন। মন্ত্রণালয়ের তাৎক্ষণিক নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ৮ জনকে আইসিইউ সাপোর্ট দিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয় এবং ঘটনা তদন্তের জন্য ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শিল্প উপদেষ্টা একই ইনস্টিটিউটে জুলাই-আগস্টে কোটা সংস্কার থেকে বৈষম্যবিরোধী ও সরকার পতনের আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার ঘটনায় আহত ব্যক্তিদেরকে দেখতে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য সরকারের তরফ হতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রায়হানা আউয়ালসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।