×

জাতীয়

জাতীয় নাগরিক কমিটি গঠন, কোন পথে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ পিএম

জাতীয় নাগরিক কমিটি গঠন, কোন পথে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছবি: সংগৃহীত

   

শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গড়ে ওঠা নতুন প্ল্যাটফর্ম ‘জাতীয় নাগরিক কমিটি’ আত্মপ্রকাশ করেছে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে একদফা দাবি আদায়ে এই ছাত্র আন্দোলন প্রথমবারের মতো সরকার পতনের মাধ্যমে দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় রচনা করেছে। এরই ধারাবাহিকতায় ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবার জাতীয় পর্যায়ে সংস্কারের লক্ষ্যে এই নতুন প্ল্যাটফর্ম গঠন করেছেন।

নতুন গঠিত জাতীয় নাগরিক কমিটির প্রাথমিক লক্ষ্য হলো রাষ্ট্রীয় কাঠামোয় সংস্কার আনা। যদিও এটি আপাতত কোনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে না, তবুও এটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আন্দোলনের নেতা আখতার হোসেন, যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, জানিয়েছেন, “এটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, তবে এখনই রাজনৈতিক দল হিসেবে কাজ শুরু করছি না। দল গঠনের বিষয়ে ভবিষ্যতের পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

কমিটি জানিয়েছে, শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে দেশের বিভিন্ন সেক্টরে স্বৈরাচারী ধারা ও অব্যবস্থাপনা রয়ে গেছে। জাতীয় নাগরিক কমিটি এই অব্যবস্থাপনার বিরুদ্ধে কাজ করবে এবং দেশের সব জায়গায় গণতান্ত্রিক সংস্কার আনতে উদ্যোগী হবে। তারা প্রথমে ৬৪ জেলা ও ১২টি মহানগরে স্থানীয় নাগরিক কমিটি গঠন করবে এবং তৃণমূল পর্যায়ে কাজ শুরু করবে। এরপর কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে জাতীয়ভাবে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হবে।

সংগঠনটির নেতৃত্বে আছেন আখতার হোসেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নাসির আব্দুল্লাহ। কমিটির প্রাথমিক কাজ হবে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে চাপ সৃষ্টি করা এবং সংবিধান সংশোধনের জন্য গণপরিষদ গঠন করতে জনমত তৈরি করা। আখতার হোসেনের মতে, বর্তমান সংবিধান ফ্যাসিবাদ পুনর্জীবিত করতে পারে, তাই নতুন সংবিধান লেখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই কারণে তারা জনগণের সঙ্গে আলোচনা করে সংবিধানের সংস্কারের প্রক্রিয়া শুরু করতে চান।

তরুণ এবং যুব সমাজের প্রতিনিধিদের প্রাধান্য দিয়ে গঠিত এই প্ল্যাটফর্মে অংশগ্রহণকারীদের বয়স ২৮ থেকে ৪৪ বছরের মধ্যে। কমিটির সিনিয়র সিটিজেনরা উপদেষ্টা হিসেবে যুক্ত থাকবেন, যাতে তাদের অভিজ্ঞতা কাজে লাগানো যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাতীয় নাগরিক কমিটির ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও দুটি সংগঠন আলাদা কাজ করবে। ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের মধ্যে কাজ করবে, আর জাতীয় নাগরিক কমিটি যুব এবং তরুণ প্রজন্মের মধ্যে কাজ করবে।

আরো পড়ুন: সাবেক এমপি একরামুলসহ ৫৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সংগঠনটি মনে করে, ফ্যাসিবাদ প্রতিরোধ করতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাদের ভবিষ্যৎ লক্ষ্য সংবিধান পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক কাঠামোয় পরিবর্তন আনা এবং প্রয়োজনে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা। তবে আপাতত তারা সংবিধান সংশোধন এবং গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে কাজ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App