×

জাতীয়

যেসব কাজ করবে জাতীয় নাগরিক কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ পিএম

যেসব কাজ করবে জাতীয় নাগরিক কমিটি

ছবি: সংগৃহীত

   

মুহাম্মাদ নাসিরুদ্দিন পাটওয়ারীকে আহ্বায়ক করে ৫৬ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন গঠিত কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন এবং মুখপাত্র হিসেবে আছেন সামান্তা শারমিন। কমিটি গঠন বিষয়ক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে। অচিরেই আমরা মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করবো।”

আহ্বায়ক কমিটির প্রাথমিক কাজ হিসেবে কিছু লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা।
  • ছাত্র-জনতার ওপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা।
  • রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা ও তাদের জবাবদিহিতার পরিসর তৈরি করা।
  • বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সঙ্গে আলোচনা, মতবিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা।
  • দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখা।
  • জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা।
  • রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা।

এছাড়া, আহ্বায়ক কমিটি গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণআলোচনার আয়োজন করবে বলে জানানো হয়েছে। নতুন এই উদ্যোগ বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App