চিকিৎসকের অভিযোগ
গুলিতে নিহতদের মৃত্যুসনদ পরিবর্তনের নির্দেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৫ এএম

ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোশতাক আহমেদ দাবি করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহতদের মৃত্যুসনদ পরিবর্তনের নির্দেশ দেয়া হয়েছিল। তার মতে, প্রশাসনের পক্ষ থেকে নিহতদের মৃত্যুসনদে ‘গুলি’র ঘটনা উল্লেখ না করে সাধারণ মৃত্যুর বর্ণনা দেয়ার নির্দেশ দেয়া হয়।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত ‘হেফাজতে নির্যাতন ও দায়বদ্ধতা: প্রতিবন্ধকতা ও প্রতিকার’ শীর্ষক এক মতবিনিময় সভায় ডা. মোশতাক এই তথ্য প্রকাশ করেন। তিনি উদাহরণ হিসেবে আজিমপুরে গুলিতে নিহত এক ব্যক্তির মৃত্যুর ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে মৃত্যুসনদে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে উল্লেখ করার নির্দেশ দেয়া হয়েছিল।
ডা. মোশতাক আরো বলেন, পুলিশি রিমান্ডে থাকা ব্যক্তিদের চিকিৎসায় বাধ্যতামূলকভাবে মানসিক ও শারীরিক সেবা দেয়া হয়, তবে অনেকেই মানসিক ট্রমা থেকে পুরোপুরি সুস্থ হতে পারেন না।
আরো পড়ুন: প্রথম আলোর সাইট হ্যাক করে যা লিখল হ্যাকার
চিকিৎসকদের এ ধরনের চাপ ও নির্দেশনার বিষয়টি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে এবং এর নৈতিক ও মানবিক দিক নিয়ে প্রশ্ন উঠেছে।