×

জাতীয়

ভারতে যাত্রী সংকটে আকাশপথ, বন্ধ হচ্ছে ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ পিএম

ভারতে যাত্রী সংকটে আকাশপথ, বন্ধ হচ্ছে ফ্লাইট

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ থেকে ভারতে যাত্রী পরিবহনে সংকট দেখা দিয়েছে। এয়ারলাইন্সগুলো যাত্রী-খরায় ভুগছে, যার প্রধান কারণ হিসেবে ভারতের সীমিত ভিসা কার্যক্রম ও যাত্রীদের বিমানবন্দরে হয়রানি এবং আটকের ভীতি উল্লেখ করা হচ্ছে। ফলে, ভারতের বিভিন্ন রুটে যাত্রী সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে।

ঢাকা থেকে কলকাতা, চেন্নাই ও দিল্লি রুটে প্রতিদিন যাত্রীর অপ্রতুলতায় ফ্লাইট পরিচালনা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে এয়ারলাইন্সগুলো। এমনকি একটি ফ্লাইটে মাত্র ১২ জন যাত্রী নিয়ে কলকাতা উড়াল দেয়ার ঘটনাও ঘটেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য এয়ারলাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লাইট পরিচালনা কমিয়ে দিলেও কাঙ্ক্ষিত যাত্রী পাওয়া যাচ্ছে না।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, ঢাকা থেকে কলকাতা, চেন্নাই ও দিল্লি রুটে ধারণক্ষমতার মাত্র ৪০-৪৮ শতাংশ যাত্রী পাওয়া যাচ্ছে। তবে ঢাকায় ফেরার সময় কিছুটা বেশি যাত্রী পাওয়া যাচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানান, জুলাই মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের প্রথমার্ধ পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পর ভারতে ভিসা ইস্যু কমে গেছে, যার ফলে যাত্রী সংখ্যা মারাত্মকভাবে কমেছে।

নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম জানান, ফ্লাইটগুলোতে ৫০ শতাংশের মতো যাত্রী পাওয়া যাচ্ছে। এজন্য ১৬ সেপ্টেম্বর থেকে কলকাতা রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতীয় এয়ারলাইন্সগুলোর ফ্লাইট সংখ্যা কমলেও যাত্রী সংকট অব্যাহত রয়েছে। বিশেষ করে মেডিকেল ও শিক্ষার্থী ছাড়া অন্য যাত্রীদের ভিসা প্রাপ্তি অনিশ্চিত। ফলে অনেকেই ভ্রমণ পরিকল্পনা স্থগিত করেছেন।

আরো পড়ুন: প্রথম আলোর সাইট হ্যাক করে যা লিখল হ্যাকার

ফ্লাইট পরিচালনা করা এয়ারলাইন্সগুলোর মুখোমুখি হওয়া এই সংকট সমাধানে ভিসা ইস্যুর প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার দাবি উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App