×

জাতীয়

ত্রাণ তহবিলে আপেলের দেয়া ১০ লাখ টাকা ফেরত দিল বিএনপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৮ পিএম

ত্রাণ তহবিলে আপেলের দেয়া ১০ লাখ টাকা ফেরত দিল বিএনপি

ছবি: সংগৃহীত

   

কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন কমিটি বগুড়া জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরফাতুর রহমান আপেলের দেয়া ১০ লাখ টাকা ফেরত দিয়েছে । 

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও ত্রাণ ও কেন্দ্রীয় পুনর্বাসন কমিটির সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর চিঠিতে এ তথ্য  জানা যায়।

এ ঘটনায় বগুড়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণের মাঝে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ফোন না ধরায় এসব ব্যাপারে আপেলের বক্তব্য পাওয়া যায়নি।

গত রবিবার স্বাক্ষরিত ওই চিঠিতে আরফাতুর রহমান আপেলকে ব্যবসায়ী উল্লেখ করে বলা হয়- বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির তহবিলে ১০ লাখ টাকা প্রদান করেছেন। আপনার সামাজিক সংশ্লিষ্টতা সম্পর্কে অজ্ঞতাবশত তা গ্রহণ করা হয়েছিল; যা ত্রাণ সংগ্রহের নীতিমালার পরিপন্থি। এর পরিপ্রেক্ষিতে ত্রাণ তহবিলে আপনার দেয়া ১০ লাখ টাকা বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটি ফেরত দিচ্ছে।

আরো পড়ুন: যেভাবে ও যাদের মাধ্যমে বস্তায় বস্তায় টাকা নিতেন আমু

সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ২৫ জানুয়ারির কমিটিতে সিপার আল বখতিয়ার সভাপতি, আরফাতুর রহমান আপেল সাধারণ সম্পাদক ও খাদেমুল ইসলাম খাদেম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে নিষ্ক্রিয়তা এবং ওই সংগঠনের দায়িত্বশীল নেতাদের সঙ্গে তার সংশ্লিষ্টতায় দায়িত্বশীলরা ক্ষুব্ধ হন। ২০১৮ সালে তিনি যুবদল থেকে বাদ পড়েন। আপেল জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেন। পরবর্তীতে তিনি ঢাকায় চলে যাওয়ায় বগুড়ার রাজনীতিতে তাকে দেখা যায়নি।

জেলা যুবদলের নেতারা বলেন, আরফাতুর রহমান আপেল ছাত্রদল বা তৃণমূল রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। গ্রিলের ব্যবসা করতেন। গত ২০১০ সালের ২৯ জুলাই কেএম খায়রুল বাশারের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হন। সিপার আল বখতিয়ারের কমিটিতে সাধারণ সম্পাদক হওয়ার পর তাকে আর পেছনে ফিরে দেখতে হয়নি। নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আন্দোলনের সময় নিষ্ক্রিয় ছিলেন। ঢাকায় ফিরে সুদ ও জমির ব্যবসা শুরু করে কোটিপতি বনে যান। বনানী ক্লাবের পরিচালক হওয়ার সুবাদে সেখানে বিএনপির ক্ষতিকারক সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক ডিআইজি সিপার এবং আওয়ামী লীগের অনেক নেতা ও বিতর্কিতদের সঙ্গে উঠাবসা করেছেন। তাই অবৈধ টাকা থেকে বিএনপি ত্রাণ তহবিলে দেয়ায় তা ফিরিয়ে দেয়া হয়েছে।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল বাছেদ বলেন, এক সময় যুবদলের রাজনীতিতে জড়িত থাকলেও আরফাতুরের সঙ্গে এখন দলের কোনো সংশ্লিষ্টতা নেই। ফ্যাসিবাদী আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে তার ওঠবস ছিল। তাদের সঙ্গে ছবি তুলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দিতেন। বিএনপির আদর্শের পরিপন্থি কাজে যুক্ত থাকায় ত্রাণ তহবিলে দেওয়া তার অর্থ ফেরত দেওয়া হতে পারে বলে তিনি ধারণা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App