×

জাতীয়

সীমান্ত হত্যায় সম্পর্কে অস্বস্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সীমান্ত হত্যায় সম্পর্কে অস্বস্তি

ছবি : সংগৃহীত

   

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না। বিএসএফের গুলিতে মানুষ হত্যার ঘটনায় বাংলাদেশ বিভিন্ন সময় উদ্বেগ জানালেও মিলছে না প্রতিকার। আগের সরকারগুলোর আমলে বিভিন্ন সময়ে দ্বিপক্ষীয় আলোচনায় বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। বিজিবি-বিএসএফ-এর মধ্যে সব বৈঠকে এ নিয়ে কথা হয়, পতাকা বৈঠকেও এজেন্ডায় থাকে; কিন্তু কিছুতেই থামছে না হত্যাকাণ্ড। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এ নিয়ে অধিকতর সোচ্চার বাংলাদেশ। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একাধিক উপদেষ্টা এবং ছাত্র আন্দোলনের সমন্বয়করাও সীমান্ত হত্যা নিয়ে পৃথকভাবে উদ্বেগ জানিয়েছেন। এর মধ্যে ৯ দিনের ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ নিয়ে বিক্ষোভ হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তির ছায়া ফেলেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর বিষয়টি আরো জোরালোভাবে সামনে এসেছে।

সবশেষ গতকাল মঙ্গলবারও এ নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, ভবিষ্যতে যাতে সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা আর না ঘটে; সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। স্বরাষ্ট্র্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় বর্ডার কিলিং (সীমান্তে হত্যা) নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেই ব্যবস্থা নেয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথোরিটিকে (কর্তৃপক্ষ) আদেশ করেছি। আমি আশা করব, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। এর আগে, গত ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা পিলখানায় বিজিবি সদরদপ্তরে গিয়ে বলেন, ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের উদ্দেশ করে তিনি বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও বলেছেন, সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত সম্পর্কের পথে অন্তরায়। সীমান্তে হত্যা গ্রহণযোগ্য নয়।

এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, সীমান্তে যারা (বিএসএফের গুলিতে) হত্যার শিকার হন, তারা কেউই ভারতের ভূমি দখল করতে যান না, তারা বাহক মাত্র। একই সঙ্গে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের হত্যার বিষয়টিকে ‘নিষ্ঠুরতা’ বলে আখ্যা দিয়েছেন তিনি। ড. ইউনূসের কাছে সীমান্ত হত্যার মতো বিতর্কিত ইস্যু নিয়ে সংবাদ সংস্থাটির পক্ষ থেকে জানতে চাওয়া হলে তিনি এর নিন্দা করে বলেন, সীমান্ত এলাকায় যা ঘটে, তা মোকাবিলায় হত্যাকাণ্ড কোনো সমাধান নয়। তিনি বলেন, কাউকে হত্যা করা কোনো সমাধান নয়, কারণ এটি মোকাবিলার আইনি উপায় আছে। এ বিষয়গুলো পরিচালনার জন্য একটি গ্রাউন্ড মেকানিজম ও আইনি প্রক্রিয়া থাকতে হবে।

এদিকে সীমান্ত হত্যা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনারের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল ‘সীমান্ত হত্যা এখন আলোচিত বিষয়, এ নিয়ে আপনার মন্তব্য আছে কিনা’? তিনি বলেন, সেটি নিয়ে ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। এরপর তিনি চলে যান।

জানা গেছে, সীমান্তে চোরাচালান হচ্ছে এমন অজুহাতে বিএসএফ গুলি চালিয়ে আসছে। মাদক ও গরু চোরাচালানে জড়িতরা গুলিতে মারা যাচ্ছে এমন দাবিও করছে তারা। তবে অনেক মৃত্যুর ঘটনায় তাদের এমন দাবির সত্যতা পাওয়া যায়নি। এ অবস্থায় সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ রয়েছে।

উল্লেখ্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে গত ৯ দিনে দুই বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। বিএসএফের গুলিতে এক কিশোরী নিহতের ঘটনায় বাংলাদেশের কড়া প্রতিবাদ জানানোর চারদিন পর ফের সীমান্তে হত্যার ঘটনা ঘটেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জানায়, মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ১৪ বছর বয়সি বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহতের ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গত ১ সেপ্টেম্বর ভারতীয় বিএসএফের গুলিতে সে নিহত হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার ফের সীমান্তে হত্যার ঘটনা ঘটে। এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছে জয়ন্ত কুমার সিংহ (জাম্বু) (১৫) নামের এক কিশোর। গুলিবিদ্ধ হয়েছে আরো দুজন। এ ঘটনার পর সীমান্তে হত্যা নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App