×

জাতীয়

আশুলিয়ায় ৪৫ পোশাক কারখানা বন্ধ: শ্রমিকদের ক্ষোভ বাড়ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পিএম

আশুলিয়ায় ৪৫ পোশাক কারখানা বন্ধ: শ্রমিকদের ক্ষোভ বাড়ছে

ছবি: সংগৃহীত

   

সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে কর্তৃপক্ষ ৪৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এই অবস্থায়, আরো ২৫টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকদের মধ্যে বিভিন্ন দাবির জন্য বিক্ষোভ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে, যখন শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন, তখন তারা কারখানা গেটে বন্ধের নোটিশ দেখতে পান। এই অবস্থায় তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে নিজেদের বিভিন্ন দাবির জন্য আন্দোলন করে আসছেন, কিন্তু মালিকপক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি।

বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ভারচুয়াল বটয়ম, মন্ডল নিটওয়্যারস লিমিটেড, সিগমা ফ্যাশনস লিমিটেড, হা-মীম গ্রুপ, ক্রসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জিন্স প্রোডিউসার লিমিটেড। শ্রমিকরা জানান, তারা টানা কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন, কিন্তু কোনো কার্যকর সমাধান না পাওয়ায় তাদের ক্ষোভ বেড়ে গেছে।

ক্রসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গেটে ঝুলানো বন্ধের নোটিশে বলা হয়েছে, আশুলিয়া শিল্পাঞ্চলে দাঙ্গা-হাঙ্গামা ও বেআইনি ধর্মঘটের কারণে কারখানা পরিচালনার জন্য অনুকূল পরিবেশ নেই। এই কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে।

এদিকে, নবীনগর-চন্দ্রা মহাসড়কে বেক্সিমকো পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাদের এই অবস্থান সড়কে তীব্র যানজট সৃষ্টি করেছে।

বাংলাদেশ গামের্ন্টেস ও সোয়েটার্স শ্রমিক টেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু গণমাধ্যমকে জানান, শ্রমিকরা কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখার পর হতাশ হয়েছেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, নবীনগর-চন্দ্রা মহাসড়কে শ্রমিকদের আন্দোলন নিয়ে কোনো বিশৃঙ্খলার খবর নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী সহযোগিতা করছে।

আরো পড়ুন: ‘সেক্রেটারিয়েট ক্যু’ নিয়ে যা বলছেন কর্মকর্তারা

শ্রমিকদের এই আন্দোলন ও অসন্তোষের পেছনে যে নেপথ্য কারণগুলো রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App