ঢাকা-টরন্টো রুটে বাড়াচ্ছে বিমানের ফ্লাইট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

ছবি: সংগৃহীত
যাত্রীদের চাহিদা বাড়ায় ঢাকা থেকে টরেন্টো রুটে একটি ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন থেকে সপ্তাহে বৃহস্পতিবারসহ তিন দিনে তিনটি ফ্লাইট চলাচল করবে; যা আগে শনি ও মঙ্গলবার দুই দিনে দুইটি ফ্লাইট ছিল। আগামী ৩১ অক্টোবর থেকে অতিরিক্ত ফ্লাইট ফ্রিকোয়েন্সিটি যুক্ত হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, ঢাকা-টরন্টো-ঢাকা রুটে ৩১ অক্টোবর (শীতকালীন সূচি) থেকে প্রতি বৃহস্পতিবার অতিরিক্ত একটি ফ্লাইট ফ্রিকোয়েন্সি যোগ করা হয়েছে। ফলে এই রুটে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার তিনটি ফ্লাইট চলবে। বর্তমানে মঙ্গলবার ও শনিবারে একটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে টরন্টো ফ্লাইট চলাচল করছে।
আরো পড়ুন: ১৫ বছরে তথ্যপ্রযুক্তি খাতে কত দুর্নীতি হয়েছে, জানতে কমিটি গঠন
তিনি জানান, ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রির জন্য ফ্লাইটের টিকেট উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবারের ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ ছাড় দেয়া হচ্ছে।
বিমান জানায়, বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, বিমানের মোবাইল অ্যাপস, কল সেন্টার ১৩৬৩৬, বিমানের নিজস্ব সব সেলস সেন্টার ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট ক্রয় করতে পারবেন যাত্রীরা।
২০২২ সালের ২৬ মার্চ ঢাকা থেকে টরন্টো রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে বিমান। এরপর একই বছরের ২৬ জুলাই টরন্টো রুটে বিমানের বাণিজ্যিক ফ্লাইট চালু হয়।