×

জাতীয়

সাড়ে ৩ মাস পর গ্যাস সরবরাহে ফিরল সামিটের এলএনজি টার্মিনাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ এএম

সাড়ে ৩ মাস পর গ্যাস সরবরাহে ফিরল সামিটের এলএনজি টার্মিনাল

ছবি: সংগৃহীত

   

কক্সবাজারের মহেশখালীতে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ থাকা সামিটের এলএনজি টার্মিনাল অবশেষে সাড়ে ৩ মাস পর আবারো গ্যাস সরবরাহ শুরু করেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামিটের পক্ষ থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হয়। যদিও টার্মিনালের দৈনিক ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা রয়েছে, আপাতত সরবরাহ হচ্ছে মাত্র ৬ কোটি ঘনফুট। তবে সামিট জানিয়েছে, আস্তে আস্তে সরবরাহের পরিমাণ বাড়ানো হবে।

সামিটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ, সার এবং শিল্প খাতে গ্যাসের চাহিদা মেটানোর জন্য তাদের কর্মীরা এবং আন্তর্জাতিক অংশীদাররা নিরলস পরিশ্রম করে টার্মিনালটি মেরামত করে পুনরায় চালু করতে সক্ষম হয়েছেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে এবং মেরামতজনিত ব্যয় সামাল দিতে সামিটকে প্রায় শত কোটি ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, সামিটের মজুদকৃত এলএনজি থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তবে পুরো গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এদিকে, খোলাবাজার থেকে নতুন করে এলএনজি কেনার প্রক্রিয়াও শুরু হয়েছে। নতুন এলএনজি জাহাজ দেশে পৌঁছালে গ্যাস সরবরাহ পুরোদমে চালু হবে।

আরো পড়ুন: ডিসি নিয়োগ-রদবদল নিয়ে উত্তপ্ত সচিবালয়

উল্লেখ্য, গত ২৭ মে ঘূর্ণিঝড় রেমালের কারণে সামিটের এলএনজি টার্মিনালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সিঙ্গাপুরে নিয়ে গিয়ে মেরামত করা হয়। জুলাই মাসের শুরুতে টার্মিনালটি পুনরায় চালু হওয়ার কথা ছিল, কিন্তু দেশে ফেরার পর ফের একটি দুর্ঘটনা ঘটায় গ্যাস সরবরাহে আরো কিছুটা বিলম্ব হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App