বাংলাদেশে নির্বাচন কবে হবে? জবাবে আন্তর্জাতিক গণমাধ্যমকে যা বললেন ড. ইউনূস

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ পিএম

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে সংবিধান সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা এবং আসন্ন নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে তার মতামত তুলে ধরেছেন।
ড. ইউনূস বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন যেন দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হিসেবে গৃহীত হয়, সেই লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি উল্লেখ করেন, আমি পুরোপুরি আশাবাদী। যদি একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই সরকারের অস্তিত্বের কোনো অর্থই থাকবে না।
তিনি আরো বলেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সংবিধান, আইন ও নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা হচ্ছে। এই সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা হবে বলে ড. ইউনূস আশা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, এটা আমাদের জন্য একমাত্র সুযোগ। আমাদের দেশ যেন আর কোনো ধ্বংসের দিকে না যায়। পুরাতন বাংলাদেশের সমাপ্তি ঘটেছে। আমরা নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে জেগে উঠবো।
আরো পড়ুন: রিমান্ড শেষে ইনু-মেননসহ ৪ আসামি কারাগারে
ড. ইউনূস আরো জানান, সংবিধান সংস্কারের মাধ্যমে নির্বাচন আইন ও নির্বাচন কমিশন গঠন হবে এবং এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিকল্পনা প্রণয়ণ করা হচ্ছে।