নাহিদ ইসলাম
ফাতিমা তাসনিম বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে হেল্প করেছিলেন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম
কোটা সংস্কার আন্দোলন চলাকালে বোন পরিচয় দেয়া ফাতিমা তাসনিমকে নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আন্দোলনের সময় যদি কেউ আমার বোন পরিচয় দেয়, এটা তো প্রতিবাদ জানানোর বিষয় নয়। যদি কোনো ইস্যূ না হয়।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন: শহীদদের স্মরণসভা স্থগিত, যা জানালেন উপদেষ্টা নাহিদ
নাহিদ ইসলাম বলেন, আমি যখন হাসপাতালে ছিলাম, একটা ক্রুশিয়াল মমেন্ট ছিলাম, উনি (ফাতিমা তাসনিম) আমাদের হেল্প করেছিললেন। আমি যতটুকু জানি উনি গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন। আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে হেল্প করেছিললেন। আমাকে যখন তুলে নেয়া হয়েছিল, আমার পরিবারে কেউ কথা বলার ছিল না। আমার পরিবারের সদস্যরাও এক ধরনের নিরাপত্তা হীনতায় ছিল। তখন তিনি আমাদের পক্ষ থেকে মিডিয়া কথা বলেছেন। তখন এগুলো আমরা নজর রাখার সময় পাইনি। আমার নিজের কোনো বোন নেই। আমরা দুই ভাই।