লাশ পোড়ানোয় ‘জড়িত’ আরাফাতকে থানায় সোপর্দ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০১ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকার অদূরে সাভারের আশুলিয়া থানার সামনে গত ৫ আগস্ট লাশ পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গ্রেপ্তারের পর শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আরাফাত হোসেনকে আশুলিয়া থানায় সোপর্দ করেছে র্যাব।
র্যাব জানায়, ঘটনার পর থেকে ছায়া তদন্ত শুরু করা হয়। পরে গোয়েন্দা নজরদারি পর তাকে আফতাবনগর থেকে আটক করা হয়। তাকে আনা হয় র্যাব-৪ এর কার্যালয়ে। পরে সেখান থেকে দুপুরে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
সাভার র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান জানান, আটকের পর পুলিশ পরিদর্শক আরাফাতকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে গত ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র-জনতার অভ্যুত্থানে এদিন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশে ছেড়ে ভারতে চলে যান।