×

জাতীয়

বেনজীর-শহিদুলের বিরুদ্ধে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ পিএম

বেনজীর-শহিদুলের বিরুদ্ধে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

বেনজীর আহমেদ ও শহীদুল হক

   

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিকর্মী আবুল হোসেনকে (৪০) ক্রসফায়ারে হত্যার অভিযোগে পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও শহীদুল হকের বিরুদ্ধে হওয়া মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।  

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল আদালতের গোমস্তাপুর আমলি আদালতের বিচারক আবু তালেব এই আদেশ দেন। এ হত্যার ঘটনায় গত ১২ সেপ্টেম্বর গোমস্তাপুর আমলি আদালতে মামলা করেন আবুল হোসেনের স্ত্রী জুলেখা বেগম। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামে।

মামলায় পাঁচ আসামির নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- বেনজীর আহমেদ ও শহীদুল হক, র‍্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক, তৎকালীন দুই সোর্স মনিরুল ইসলাম এবং মো. মোরশালীন। এছাড়া অজ্ঞাত আরো ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, বিএনপির কর্মী হওয়ার কারণে ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেনকে তুলে নিয়ে যান র‍্যাব ও পুলিশের সদস্যরা। পরদিন সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বুকে চারটি গুলিবিদ্ধ মরদেহ ফেরত দেয়া হয় পরিবারের কাছে।

বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম সেন্টু বলেন, এই হত্যাকাণ্ডটি সেই সময়ে একটি চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করেছিল। মামলাটি পিবিআই তদন্ত করলে এর আসল রহস্য উদ্ঘাটন হবে। আমরা চাই না আর কোনো মায়ের কোল খালি হোক, কোনো শিশু বাবা হারা হোক। তাই আজকে যে আদেশটি আদালত দিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট এবং আমরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। তিনি আরো বলেন, আগামী ৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত। পিবিআইকে এই সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App