সচিবালয়ের সামনে আন্দোলনে আহত বঞ্চিত শিক্ষার্থীদের অবস্থান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৫ পিএম

ছবি: ভোরের কাগজ
সচিবালয়ের সামনে দাঁড়িয়ে চিকিৎসা সহায়তার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চোখ হারানো পা হারানো বঞ্চিত শিক্ষার্থীরা। তারা বলছেন, তাদের পুনর্বাসনের প্রয়োজন নেই, শুধু চিকিৎসা সহায়তা দিলেই যথেষ্ট। শিক্ষার্থীদের নেতৃত্ব দেন ঢাকা আলিয়া মাদরাসার ছাত্র সাইফুদ্দিন মোহাম্মদ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের সামনে আহত ছাত্ররা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
আহতদের পক্ষে, সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ ও বাবু আহমেদ জানান, আমরা আমাদের অবস্থান থেকে আর কিছু করতে পারছি না। তাই আমরা অসহায় হয়ে এখানে এসেছি। এখান থেকে আমরা যমুনাতে যাব।
এ সময় ছাত্ররা আরো জানান, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন আহতদের চিকিৎসাভার নেবেন। কিন্তু আমাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। আমরা চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি।
আরো পড়ুন: আইন নিজের হাতে তুলে নেয়ার কারো অধিকার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা