ওবায়দুল কাদের-মির্জাসহ ৭৩ জনকে আসামি করে মামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ পিএম

ওবায়দুল কাদের ও আবদুল কাদের মির্জা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি ওবায়দুল কাদের এবং তার ভাই কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে আরো ৭১ জনকে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. শাহ আলম। তিনি বলেন, ২ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত অজি উল্যাহর ছেলে আবদুর রাজ্জাক। বিচারক অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী সালাউদ্দিন সাকি বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯৯৯ সালের মার্চ মাসে ওবায়দুল কাদেরের নির্দেশে তার ভাই আবদুল কাদের মির্জা ও তার সহযোগীদের নিয়ে মামলার বাদী আবদুর রাজ্জাকের ওপর হামলা করে।
এসময় তার ডান হাতের রগ কেটে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখমের শিকার হন। হামলাকারীরা তার থেকে নগদ ২ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এরপর থেকে আসামিদের দাবিকৃত চাঁদাসহ বাদীর ২০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনার বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেন আবদুর রাজ্জাক।
মমালার অভিযোগে সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদের ও কাদের মির্জার ইন্ধনে অন্য আসামিরা আবদুর রাজ্জাক এলাকায় থাকতে হলে প্রতি মাসে ১০ লাখ টাকা করে চাঁদা দাবি করে। আসামিদের দাবিকৃত ১ মাসের চাঁদা দিয়ে আমেরিকা চলে যান বাদী।
মামলায় ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি ও তার দুভাই আবদুল কাদের মির্জা এবং শাহাদাত হোসেনসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়ে জানতে আবদুল কাদের মির্জাকে বারবার ফোন দিলেও তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়।