×

জাতীয়

মশক নিয়ন্ত্রণে প্রতিদিনের কার্যক্রম গণমাধ্যমকে জানানো হবে : ডিএসসিসি প্রশাসক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ পিএম

মশক নিয়ন্ত্রণে প্রতিদিনের কার্যক্রম গণমাধ্যমকে জানানো হবে : ডিএসসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

   

মশক নিয়ন্ত্রণে দৈনন্দিন পরিচালিত লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম এবং ডেঙ্গু রোগীর আবাসস্থল ও আশপাশে পরিচালিত বিশেষ চিরুনি অভিযান সংক্রান্ত তথ্যাদি ‘সংবাদ বিজ্ঞপ্তি’ আকারে প্রতিদিনই গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ড. মহ. শের আলী। এসব তথ্য ডিএসসিসির ওয়েবসাইটেও প্রকাশের নির্দেশ দিয়েছেন তিনি। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) নগরভবনে ডিএসসিসির এক সভায় প্রশাসক এ নির্দেশ দেন। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলমসহ ডিএনসিসির কর্মকর্তারা। 

সভায় ডিএসসিসির প্রশাসক শের আলী বলেন, সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েছে। মৃত্যু হারও বেড়েছে। এ নিয়ে প্রতিদিনিই গণমাধ্যমে সংবাদ প্রচার বেড়েছে। যদিও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আমরা যথাযথ কার্যক্রম বাস্তবায়ন করে চলেছি। এসব গণমাধ্যমে আসছে না। 

তিনি বলেন, অনাকাঙ্খিতভাবে যেসব রোগী মারা যাচ্ছেন, তাদের মধ্যে অনেকই ঢাকার ২ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার বাসিন্দা নন। আমরা সব রোগীর বাসা কেন্দ্র করে বিশেষ চিরুনি অভিযান করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের কাজ করছি। তাই আমাদের দৈনন্দিন যেসব কার্যক্রম আমরা করছি, সেগুলো ‘সংবাদ বিজ্ঞপ্তি’ আকারে গণমাধ্যমকে অবহিত করতে হবে। সেইসঙ্গে ডিএসসিসির ওয়েবসাটেও তা নিয়মিত প্রকাশ করতে হবে।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, যে সব এলাকায় ডেঙ্গু রোগের প্রকোপ বেশি সেসব এলাকায় আগামী রবিবার থেকে আমাদের স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সমন্বিতভাবে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে আমরা ডেঙ্গু রোগের বিস্তার কমিয়ে আনতে সক্ষম হবো। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সবসময়ই সমন্বিতভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। আমরা ঢাকা দক্ষিণ সিটিকে কিছু পরিমাণে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড ওষুধ নোভালিউরন সরবরাহ করব।

সভায় আরো উপস্থিত ছিলেন- ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App