সাভারে শ্রমিকেরা শান্তিপূর্ণ কাজে যোগ দিয়েছেন, অস্থিরতার ঘটনায় গ্রেপ্তার ৫

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম

ছবি: সংগৃহীত
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে অধিকাংশ কারখানা খোলা রয়েছে এবং শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। বাংলাদেশ শ্রম আইন-২০০৬–এর ১৩ (১) ধারায় ১৩টি কারখানা বন্ধ এবং ৩টি কারখানায় সাধারণ ছুটি চলছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তবে আশুলিয়ার পোশাক খাতে অস্থিরতার ঘটনায় গতকাল শুক্রবার যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা শ্রমিকদের উসকানি ও গার্মেন্টস ভাঙচুরের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, গত ৮ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন, ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব খান (৩১), যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলকাছ মোল্লা (৩৬), স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম (৪২), আওয়ামী লীগ সমর্থক মজিদুল ইসলাম (২৮), এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল তালুকদার (৩৫)। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরো পড়ুন: সোমবার নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস
বিজিএমইএ জানিয়েছে, আশুলিয়ার ২৭২টি কারখানার মধ্যে ৯টি বন্ধ এবং ৫টি কারখানায় ছুটি রয়েছে। ২৫৮টি কারখানা আজ চালু রয়েছে এবং ২৬৬টি কারখানার আগস্ট মাসের বেতন পরিশোধ করা হয়েছে।