সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ, যা আছে প্রজ্ঞাপনে

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ। ছবি: সংগৃহীত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা আনতে ও দুর্নীতি প্রতিরোধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে সরকার। রবিবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে চলতি মাসে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেয়া হয়।
চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে সম্পদ অর্জন করেছেন, আগামী নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা দাখিল করতে হবে।
আরো পড়ুন: গণপূর্তের সচিব নবীরুল ওএসডি, নতুন দায়িত্বে কে
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ক্যাডার বা প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা (৯ম গ্রেড এবং তদূর্ধ্ব) তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের কাছে সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, দ্বিতীয় শ্রেণির গেজেটেড/নন-গেজেটেড কর্মকর্তারা (১০ম গ্রেড) নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন।
এতে আরও বলা হয়, মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীন সরকারি অফিস/প্রতিষ্ঠানের গ্রেড-১১ হতে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীরা নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে তাদের সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন।