বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় আসামি সিয়াম গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ এএম

অভিযুক্ত মো. সিয়াম হাসান। ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোড থেকে মো. সিয়াম হাসান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। সিয়াম ২০১৮ সালে ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সম্পূরক অভিযোগপত্রে অভিযুক্ত।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানিয়েছে, সিয়ামের বয়স ২৬ বছর। সে একাধিক মামলায় এজাহারনামীয় আসামি, যার মধ্যে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনকালে সংঘটিত হত্যাকাণ্ডও রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে যোগ দিতে গিয়ে বার্নিকাট হামলার শিকার হন। এ ঘটনার প্রেক্ষিতে বদিউল আলম ১০ আগস্ট মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
২০২১ সালের ১৮ জানুয়ারি তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আব্দুর রউফ আদালতে ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে ২০২২ সালের ১ মার্চ মামলাটির অভিযোগ গঠনের পর বেশ কয়েকজন সাক্ষীর জবানবন্দি নেয়া হয়। সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুনরায় আবেদন করা হয় এবং সম্পূরক অভিযোগপত্রে নতুন আসামি হিসেবে মোহাম্মদ ইশতিয়াক মাহমুদকে অন্তর্ভুক্ত করা হয়।
বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত অন্য আসামিদের মধ্যে রয়েছেন নাইমুল হাসান রাসেল, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, মো. সাজু ইসলাম, রাজিবুল ইসলাম রাজু, শহিদুল আলম খান কাজল, অলি আহমেদ ও সিয়াম হাসান।
আদালতের অভিযোগপত্রে বলা হয়েছে, ঘটনার রাতে বার্নিকাট যখন ড. বদিউলের বাসায় ছিলেন, তখন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে সরকারবিরোধী ষড়যন্ত্রের গুঞ্জন শুনে আক্রমণ চালায়। আনুমানিক রাত ১১টার দিকে ছাত্রলীগের নেতা নাইমুল হাসান রাসেলের নেতৃত্বে একটি দল ইটপাটকেল ছুড়ে হামলা চালায় এবং বার্নিকাটের গাড়িকে ধাওয়া করে। দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন দেওয়ার উসকানিও দেয়।
আরো পড়ুন: কার নির্দেশে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছে, জানালেন সাবেক আইজিপি
বার্নিকাট দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে হামলাকারীরা বদিউলের বাসায় আক্রমণ চালিয়ে জানালার কাচ ভাঙচুর করে এবং বাসায় ঢোকার চেষ্টা করে।
এ ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে।