ডেঙ্গু প্রতিরোধ নিয়ে যা বললেন হাসান আরিফ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। ছবি: সংগৃহীত
ডেঙ্গু সংক্রমণ রোধে শুরু থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। গণমাধ্যমকে এমন কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পুরাণ ঢাকার নবাব সিরাজউদ্দৌলা পার্ক ও আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল এন্ড কলেজ এলাকায় লার্ভিসাইডিং ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘প্রতিবছরই ডেঙ্গু সংক্রমণের সময় হইচই করা হয়। তবে শুরু থেকেই যদি সবাই সচেতন হই, তাহলে ডেঙ্গু সংক্রমণ হ্রাস পাবে। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম হলেও সংক্রমণ হচ্ছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়। এজন্য চারপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং লার্ভিসাইড ও ফগিং কার্যক্রম জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জনগণকে সচেতন করা জরুরি।’
ডেঙ্গু মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে হাসান আরিফ বলেন, ‘আপনারা অনুসন্ধানী রিপোর্ট করুন, স্থানীয় কাউন্সিলরদের জিজ্ঞাসা করুন কেন তার এলাকায় পরিচ্ছন্নতার ঘাটতি আছে। এতে করে কাউন্সিলররা আরো তৎপর হবেন এবং পরিচ্ছন্নতাকর্মীরাও মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।’
ডেঙ্গু সংক্রমণ রোধে ইতোমধ্যেই ১০টি টিম গঠন করা হয়েছে বলে জানান উপদেষ্টা। এসব টিম ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কাজ করছে এবং সংক্রমণ প্রতিরোধে প্রতিটি খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করছে।
আরো পড়ুন: লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ. এইচ. এম. কামরুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।