×

জাতীয়

সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করল প্রশাসন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০ পিএম

সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করল প্রশাসন

ছবি: সংগৃহীত

   

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে পরবর্তী তিনদিনের জন্য ভ্রমণে যেতে পর্যটকদের নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জেলা প্রশাসক জানান, সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটির উত্তপ্ত পরিস্থিতির কারণে সাজেকে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছিলেন। প্রশাসনের সহায়তায় তাদের নিরাপদে ফিরিয়ে আনতে অনেক বেগ পেতে হয়েছে। সেই প্রেক্ষিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে ৩ দিনের জন্য পর্যটকদের সাজেক ভ্রমণে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন রাঙামাটির পুলিশ সুপার ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মোতাছেম বিল্যাহ এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও সভায় অংশ নেন।

সভায় নেতারা বলেন, রাঙামাটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব সম্প্রদায়কে নিয়ে সমন্বিত কমিটি গঠন করা হবে। তারা আরো বলেন, যারা প্রশাসনের কাছে ‘জি হুজুর’ বললেও বাস্তবে মাঠে কাজ করেন না, তাদের এই কমিটিতে রাখা যাবে না।

রাঙামাটি পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, সংঘাত সৃষ্টি যেই করুক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশের কাছে ইতোমধ্যেই অনেক তথ্য এসেছে, যা নিয়ে কাজ চলছে। এসময় তিনি সহিংসতার ঘটনার সঙ্গে জড়িতদের তথ্য, ছবি বা ভিডিও ফুটেজ সরবরাহ করতে জনগণের প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন: যে অভিযোগে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

উল্লেখ্য, রাঙামাটি ও খাগড়াছড়িতে জুম্ম ছাত্রজনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধের কারণে গত শনিবার থেকে সাজেকে প্রায় দেড় হাজারের বেশি পর্যটক আটকা পড়েন। মঙ্গলবার সকাল ৭টার দিকে নিরাপত্তা বাহিনীর সহায়তায় তাদের খাগড়াছড়ি জেলা শহরে পৌঁছে দেয়া হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App