দুর্গাপূজায় পুলিশের প্রস্তুতি নিয়ে যা জানালেন আইজিপি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৭ পিএম
-Md-66f50aa6d535e.jpg)
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) টুরিস্ট পুলিশের সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে আইজিপি বলেন, দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তবে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং নিরাপত্তায় কোনো ছাড় দেয়া হবে না।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে দেশের অন্তত ৫০০ থানায় হামলা, ভাঙচুর এবং গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে বলে জানান পুলিশ প্রধান। ইতোমধ্যে এসব থানার কার্যক্রম পুনরায় স্বাভাবিক করতে গাড়ি পরিবর্তনসহ অন্যান্য পদক্ষেপ নেয়া হয়েছে।
আরো পড়ুন: শহিদদের নামের খসড়া তালিকা প্রকাশ, তথ্য সংশোধন ও সহযোজনের আহ্বান
এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, ঢাকা মহানগরীর প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে।