যে কারণে বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম

ছবি: সংগৃহীত
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মসজিদের প্রধান সব প্রবেশপথে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা। প্রবেশকালে সন্দেহভাজন মুসল্লিদের তল্লাশি করা হচ্ছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেটে জুমার নামাজের মুহূর্তে এমন চিত্র দেখা গেছে।
জানা যায়, সরকার পতনের পর দীর্ঘ অনুপস্থিতি শেষে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিন জুমার নামাজে উপস্থিত হলে তাকে কেন্দ্র করে মসজিদের ভেতরে হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পরে গত ২২ সেপ্টেম্বরের পর মুফতি মো. রুহুল আমিনকে জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ ঘটনার পরপরই ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক ড. মহা. বশিরুল আলমকে বদলি করা হয়।
খিলগাঁও জোনের সহকারী কমিশনার (পেট্রোল) কাজী ওয়াজেদ বলেন, আজ শুক্রবার নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। গত শুক্রবার একটা ঝামেলা হয়েছে। এছাড়াও ভারতে মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে হয়তো বিক্ষোভ মিছিলের সম্ভাবনা রয়েছে। এই কারণে অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয় আমরা সতর্ক অবস্থানে রয়েছি।