ছাত্র আন্দোলনে হত্যা
তুরাগ থেকে একজনকে গ্রেপ্তার করলো সেনাবাহিনী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ পিএম

ছবি: সংগৃহীত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে তুরাগের দিয়াবাড়ি এলাকা থেকে বেলায়েত হোসেন নামের এক মামলার আসামিকে সেনাবাহিনী অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। পরে তাকে উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এর আগে গতরাতেও মান্নান দেওয়ান নামের আরেক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। গ্রেপ্তার মান্নান তুরাগের বাউনিয়া এলাকার দেওয়ান বাড়ির মৃত আমির দেওয়ানের ছেলে।
তুরাগের দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের মেজর নাশাদ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে তুরাগ এলাকায় অভিযান চালিয়ে মান্নান দেওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার মান্নান উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
মেজর নাশাদ বলেন, মান্নান দেওয়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে উত্তরা পূর্ব এলাকায় সক্রিয়ভাবে যোগদান করেন এবং ছাত্রদের ওপর হামলাও চালান।’
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৬ আগস্ট রাহিমা বেগম নামের এক নারী বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন। ওই হত্যা মামলার ১০৪ নম্বর আসামি মান্নান দেওয়ান।