×

জাতীয়

ডিবি হারুন আমাকে ফাঁসিয়ে দিয়েছে: ডা. সাবরিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫০ পিএম

ডিবি হারুন আমাকে ফাঁসিয়ে দিয়েছে: ডা. সাবরিনা

ডা. সাবরিনা। ছবি: ভোরের কাগজ

   

আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিবি কর্মকর্তা হারুন অর রশিদ ব্যাপক আলোচনায় আসেন। এবার তাকে নিয়ে বোমা ফাটালেন বহুল আলোচিত ডা. সাবরিনা। তিনি অভিযোগ করেছেন, ডিবি হারুন তাকে বিনা কারণে ফাঁসিয়েছেন এবং ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. সাবরিনা বলেন, গ্রেপ্তারের আগে ডিবি হারুন আমাকে ফোন দিয়ে দেখা করতে বলেন। বিষয়টি আমি পরিবারের সঙ্গে শেয়ার করলে তারা আমাকে বারবার নিষেধ করেন। সাবরিনার দাবি, ডিবি হারুন নাটক সাজিয়ে তাকে ফাঁসিয়েছেন। তিনি আরো যোগ করেন, আমি আওয়ামী লীগ সরকারের আমলে বহুবার বলেছিলাম আমি নির্দোষ, কিন্তু তবুও ডিবি হারুন আমাকে ফাঁসিয়েছেন।

ডিবি হারুন কোনো খারাপ প্রস্তাব দিয়েছিলেন কিনা জানতে চাইলে ডা. সাবরিনা জানান, তাকে এ ধরনের কোনো প্রস্তাব দেয়া হয়নি। তবে ডিবি হারুনের প্রতি তার আস্থাহীনতা ও শঙ্কা রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

আলোচনার এক পর্যায়ে ডা. সাবরিনা তার ব্যক্তিগত জীবনের ইঙ্গিতও দেন। তিনি বলেন, আমি আমার মনের মানুষের দেখা পেয়েছি, খুব শীঘ্রই সেটি জানানো হবে। আকাশে চাঁদ উঠলে যেমন সবাই জানতে পারে, আমারো কোনো কিছু হলে আপনারা জানতে পারবেন।

আরো পড়ুন: তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নদীপাড়ের মানুষ আতঙ্কে

সাবরিনার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিবি হারুনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App