বিআইডব্লিউটিসি ও বিআরটিএতে নতুন চেয়ারম্যান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মতো দুটি গুরুত্বপূর্ণ সংস্থায় নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) তাদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিককে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। অপরদিকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ইয়াসীনকে বিআরটিএ এর নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে।
আরো পড়ুন: মৌলবাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আপস উদ্বেগজনক: টিআইবি
বেশ কিছুদিন ধরে এই দুই সংস্থার শীর্ষ পদে রদবদলের গুঞ্জন শোনা যাচ্ছিলো। অবশেষে সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিককে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়। অপরদিকে বিআরটিএ চেয়ারম্যান গৌতম চন্দ্র পালকে ওএসডি করা হয়েছে। তার স্থলে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ইয়াসীনকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, এ কে এম শামীম আক্তার এবং মো. মাহবুবের রহমানকে ওএসডি করা হয়েছে।