অবশেষে যমুনা থেকে সরে গেলেন চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম

ছবি: ভোরের কাগজ
অবশেষে যমুনা থেকে সরে গেলেন চাকরিতে বয়সসীমা ৩৫ শিক্ষার্থী। সোমবার (৩০ সেপ্টেম্বর) ২ ঘন্টা ব্যাপী বৈঠক শেষে রাত ৮টা ৩০ মিনিটে যমুনা সামনে থেকে সরে যান তারা। তবে তারা এখন শাহবাগে অবস্থান করবেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত পড়াশোনা ৩৫ শিক্ষার্থীরা শাহবাগের দিকে যাচ্ছেন।
চাকরিতে বয়সসীমা ৩৫ সমন্বয়করা জানান, আগামীকাল (মঙ্গলবার ১ অক্টেবর) আমাদের ৩৫ বাস্তবায়নের লক্ষ্যে বৈঠক করার কথা। আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের দুই উপদেষ্টার সঙ্গে দুই ঘন্টা ব্যাপী আলোচনার সুযোগ করে দিয়েছে। এর আগে আসলে এভাবে কেউ আলোচনা করে দেয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের আন্দোলন চলবে তবে আমরা যমুনার সামনে থেকে সরে গিয়ে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান করব।
আরো পড়ুন: বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা