পরিবার পরিকল্পনা অধিদপ্তরে দুর্নীতির তদন্ত দাবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১২:৫২ পিএম

ছবি: সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমআইএস শাখার বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে রেজিস্টার কেলেঙ্কারি ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ফলে ২০১৮-১৯ অর্থবছরে সাপ্লাই চুক্তির বিপরীতে মালামাল না পেয়েও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে সমুদয় বিল পরিশোধের বিষয়টি সামনে এসেছে।
অভিযোগ রয়েছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বর্তমান এমআইএস পরিচালক মো. তসলিম উদ্দিন খান এবং প্রাক্তন পরিচালক মো. শাহাদাত হোসাইন নিপুন প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৩০ হাজার পিস পরিবার কল্যাণ সহকারী রেজিস্টার, ১০ হাজার পিস সাপ্লিমেন্টরি রেজিস্টার এবং ৪৯ লাখ ৯৯ হাজার ৮৭২ পিস এমআইএস ফর্ম সরবরাহ না করেই ১ কোটি ৭৭ লাখ ৯৯ হাজার ৯১০ টাকার বিল পরিশোধ করেন।
চুক্তির শর্তানুযায়ী ৮ সপ্তাহের মধ্যে মালামাল সরবরাহ করার কথা থাকলেও বেশিরভাগ মালামাল সরবরাহ না করেই প্রতিষ্ঠানটি বিল উত্তোলন করে। তদন্ত সাপেক্ষে দেখা যায়, কর্মকর্তারা অর্থ লেনদেনের মাধ্যমে মালামাল রিসিভের প্রত্যয়ন দেন।
অতিরিক্ত পরিচালক (ড্রাগস এন্ড স্টোরস) তসলিম উদ্দিন খান এবং উপপরিচালক (বৈদেশিক সংগ্রহ) মো. শাহাদাত হোসাইন সরাসরি এই টেন্ডার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়া, ২০১৯ সালের সেপ্টেম্বরে গঠিত তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করার দায়িত্ব পেলেও রাজনৈতিক প্রভাবের কারণে সেই তদন্ত আজও সম্পন্ন হয়নি।
আরো পড়ুন: বিএনপির ৬ নেতাকে শোকজ
এ অবস্থায়, জনসাধারণের স্বার্থ রক্ষার্থে দ্রুত তদন্ত সম্পন্ন করে দুর্নীতিবাজদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে।