কলকাতায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক আ.লীগ নেতা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১০:১১ পিএম

ছবি: সংগৃহীত
অবশেষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অবস্থান সম্পর্কে জানা গেলো। সম্প্রতি তাকে ভারতের কলকাতার একটি পার্কে আড্ডা দিতে দেখা গেছে। সেসময় তার সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীও ছিলেন।
দেশের শীর্ষস্থানীয় এক টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় কলকাতার ইকো পার্কে ধরা পড়েছেন তারা। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে বসে আড্ডা দিতে দেখা যায় আসাদুজ্জামান খান কামালকে। সেময় তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি ছিল। দূর থেকে দেখে তাকে চেনার উপায় ছিল না।
সেসময় আসাদুজ্জামান খান কামালের সঙ্গে অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের বড় ছেলে ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলায়মান সেলিমসহ আরও কয়েকজন ছিলেন। তবে সেই পার্কে তাদের আড্ডা বেশীক্ষণ স্থায়ী হয়নি। বাংলাদেশিরা জড়ো হওয়ায় দ্রুতই সটকে পড়েন তারা। এছাড়া ভিডিও করতে বাধা দেন কয়েকজন অপরিচিত মানুষ।
আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে তাকে ধরতে না পারলেও তার ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কয়েক দফা রিমান্ডেও নেয়া হয়েছে।