শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতের দাবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি : ভোরের কাগজ
শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনের ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানায় সংগঠনটি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ এবং ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনূস। সংহতি প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি।
ডা. ফওজিয়া মোসলেম বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সব নাগরিকের অধিকার সমান, কাজেই সব ধর্মের মানুষের নিজ নিজ অধিকার থেকে ধর্ম পালনের ও ধর্মীয় উৎসব পালনের স্বাধীনতা থাকতে হবে। একুশ শতকে এসে দখলদারির রাজনীতি পরিহার করে সবার সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে তিনি গণতান্ত্রিক ও অসা¤প্রদায়িক দেশ গড়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
মালেকা বানু বলেন, শারদীয় দুর্গোৎসবকে ভণ্ডুল করার জন্য প্রতি বছর সাম্প্রদায়িক গোষ্ঠী নানা অপতৎপরতা চালিয়ে থাকে, এমন ঘটনার পুনরাবৃত্তি চাইনা। স্বাধীনতা বিরোধী এই শক্তি ধর্মের দোহাই দিয়ে নানা সাম্প্রদায়িক বয়ানের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ তৈরির মাধ্যমে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব অপচেষ্টা প্রতিহত করতে সব নাগরিকের প্রতি তিনি সচেতন থাকার আহ্বান জানান এবং সনাতন সম্প্রদায় যাতে নির্বিঘেœ দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেন।
বক্তারা বলেন, প্রতি বছর পূজা এলেই প্রতিমা ভাঙচুর করার মাধ্যমে কিছু ব্যক্তি ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করে যা স্বাধীন ও গণতান্ত্রিক একটি দেশের চেতনার পরিপন্থি। এসব ঘটনা বন্ধে যথাযথ মনিটরিং হওয়া প্রয়োজন। তারা এ সময় সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখতে শারদীয় দুর্গোৎসব পালন কালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাসহ সহিংসতার ঘটনার প্রতিরোধ করতে রাষ্ট্রীয় প্রশাসনকে সুষ্ঠু পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান।