নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে শ্রমিকের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৮:১৫ পিএম
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মানাধীন ভবনের উপর থেকে মাথায় রড পড়ে রাসেল (২৫) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা দেড়টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের ২৪ নম্বর রোডের এই দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী মো. রুবেল হোসেন জানান, তারা বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মানাধীন ৭তলা একটি ভবনে কাজ করে। দুপুরে ভবনের নিচে কাজ করার সময় পাচ তলা থেকে একটি রড রাসেলের মাথায় পড়ে। মুমূর্ষু অবস্থায় বেলা ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারী একটি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
সহকর্মীরা জানায়, রাসেলের বাড়ি বরিশাল জেলায়। বাবার নাম রতন মাঝি। বর্তমানে ক্ষিলখেত শ্যাওড়া এলাকায় থাকতো সে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।